দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অভ্যুত্থান হয়েছিল: জুনায়েদ সাকি

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬ ২৩:০১ পিএম

বিএনপির জোট শরিক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, রক্তস্নাত অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথ রচিত হয়েছে।

তিনি বলেন, মূলত অভ্যুত্থান হয়েছিল দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। এর জন্য বহু আত্মত্যাগ, এর আগে দীর্ঘ লড়াইয়ে গুম, খুন, হত্যা, হামলা, মামলার মধ্য দিয়ে বিএনপি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর কীভাবে অত্যাচার হয়েছে, তা সবাই দেখেছে। সে সময় বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমান, গণসংহতি আন্দোলনসহ সবার প্রতিকূলতা মোকাবিলা করে লড়াই করেছে। সর্বশেষ ছাত্ররা পুরো দেশকে ঐক্যবদ্ধ করে রক্ত দিয়ে অভ্যুত্থান করেছিল।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি।

এ সময় জুনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, ভোটের অধিকার, নাগরিক মর্যাদা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। ফলে আগামী সংসদ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ। সে জন্য এই সংসদ কিন্তু সংবিধান সংস্কার পরিষদেরও নির্বাচন। এটি যেমন জাতীয় নির্বাচন তেমনি সংসদ সংস্কার পরিষদেরও নির্বাচন।

গণভোটের বিষয়ে দেশের মানুষকে জানানো সবার কর্তব্য বলে উল্লেখ করেন তিনি।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর