চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ২১:১২ পিএম

গত ১৯ ডিসেম্বর শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শাহীবাগ মোড়ে সংঘটিত এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪ নম্বর ওয়ার্ডের জোড়বাগান নিবাসী আশরাফুল ইসলামের ছেলে সোহাগ এবং পোলাডাঙ্গা নিবাসী শাহআলমের ছেলে রিফাত ইন্তেকাল করেন।

জননেতা নূরুল ইসলাম বুলবুল শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। এ সময় তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নিহতদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবু জার-গিফারী, পৌর আমীর গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
 
এসময় নূরুল ইসলাম বুলবুল এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব ও পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর