মির্জাপুরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:১২ পিএম
শামীম মিয়া,মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত(৬৫)এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকালে উপজেলার দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী(এ.জে)উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নিচতলার বারান্দার পূর্ব পাশের রডের রেলিং থেকে অজ্ঞাত(৬৫)এক বৃদ্ধের লাশ উদ্ধার করা।
অজ্ঞাত নামা লাশটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,লোকটি রাতে ওই বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবনের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নেন।এসময় একজন নাইট গার্ডও রাতে তাকে ঘুমিয়ে থাকতে দেখেন।ভোর সকালে হাটতে গিয়ে কয়েকজন তাকে উচ্চ বিদ্যালয়ের বারান্দার বাহির অংশে রেলিং এ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরে পুলিশে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।স্থানীয়দের ভাষ্য নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
দেওহাটা ফাঁড়ির আইসি মো.গিয়াস উদ্দিন পিপিএম বলেন,খবর পেয়ে লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।তার পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: